সমুদ্র তটের অপুর্ব সৌন্দর্য-মোহিত
অন্তহীন আকাশের নিচে আবারও—
তুমি আমি ------------মুখোমুখি ।
তুমি এত অস্থির কেন ?----জানি!
তুমি ও চাও তাকে নিয়ে---------
---------------একটি সুন্দর জীবন।
মনের গভীরে রক্তের শিরায় তাকে আজও
অনুভব করো -----------স্বপ্ন -জাগরণে ।
তোমার সাড়ায় যদি সে দেশান্তরী হয় !
তার জীবনে যদি নেমে আসে জীবনের--
-----কালছায়া !তাই তুমি এত অস্থির।
এই অস্থিরতায় তুমি চোখ বন্ধ কর !
বন্ধ চোখে সব দেখবে!চোখ খুললেই অন্ধকার!
ভালো হত যদি কেও----সমস্ত মানুষের ----
হৃদ-পুষ্প এক মালায় গেঁথে দিত--------
কিন্ত, সম্পূর্ণ হলে তো রোমান্টিকতা থাকেনা!
তাই আজও -----------------------------
'বড় প্রেম শুধু কাছেই টানে না,
কখনও কখনও দূরেও ঠেলিয়া দেয়' !