আজকের দিনে ভাষাহীন ক্রন্দন সম্বলে ।
গোষ্ঠী-পরিচয় নিয়ে তুমি এই ভবে এলে।
ব্যক্তি-পরিচয় যখন পেলে,তুমি উঠলে বেজে!
তুমি নূপুর,বাজবেই তো !পুলকিত সব সেজে।


কংকনার ঝংকারে কি সুর বাজাও তুমি?
যে সুরে তটরস্থ  হয় কারো কর্নভুমি----।
আমি অখ্যাত সামান্য উদাস কবি !
সব ঝংকার উপেক্ষা করে,এই ঝংকারে ডুবি!


তুমি মৃদু ঝংকারে পাড়াও না কারো ঘুম।
ঘুমন্ত কে জাগিয়ে তোল!তীক্ষ্ণে বেমালুম।
তুমি কবির উপমা , বধুর-অলংকার।
তুমি মুক্তি জাগরণ মন্ত্র, শিল্পীর অধিকার।


তোমার সুরে রুষ্ট হয়ে কোন এক প্রতিবেশী!
বলে , 'ভদ্র লোকের পাড়ায় একি নোংরাবেশী।'
হায় ভদ্রতা!হায় সভ্যতা! তোমার জানায় ধিক!
জাগরণ মন্ত্র রুদ্ধ করে পাও সুখ অধিক।


তোমার স্থান আজও-------- বন্ধন শৃঙ্খলে ।
মুক্তি জাগরণ মন্ত্র যার ,শিরার অন্তঃমুলে ।
আমরা আছি তোমার সাথে তোমার আপনজন ।
তোমার মন্ত্র জাগিয়ে তোল! মুক্ত করো মন ।
আমাদের কান ভেদ করে তুমি পৌঁছে গেছ মনে।
জেগে উঠবে আবার ভুবন তোমার আগমনে ।