কতটুকুই বা শিখতে পেরেছি !
তাই সাধ জাগে আরও শিখবার .........
হে শিক্ষক, সাধ জাগে আরও শিখবার !

মনের মাঝে জমানো প্রশ্ন
                        বোধ হত যা দুর্বার
একবার নয় বিরক্ত-ভুলে
                     শিখিয়েছ তুমি হরবার!
সাধ জাগে আরও শিখবার .........
হে শিক্ষক, সাধ জাগে আরও শিখবার !

চঞ্চল-মনা স্বত্বা কে করেছ মোদের স্ফূর্ত
বিমূর্ত চিন্তনকে তুমি  করতে চেয়েছ মূর্ত ।।
শুধু বই থেকেই নয় .....................
জীবন অভিজ্ঞতার জ্ঞান শিখিয়েছ বারবার
সাধ জাগে আরও শিখবার .........
হে শিক্ষক, সাধ জাগে আরও শিখবার !

কাজলসম আঁখি-তেজে দিয়েছ নব জ্যোতি
কঠিন শেখাতে কখনও হয়েছে তোমার ক্ষতি
তবু সত্যটাকে শেখাতে তুমি কুণ্ঠিত হও নি একবার
সাধ জাগে আরও শিখবার .........
হে শিক্ষক, সাধ জাগে আরও শিখবার !

জ্যোতির্ময় রূপে সুরজসম তেজ,
                      জ্যোতি জ্বালিয়েছ মনে যতবার
অপূর্ণতা ভুলে তামিম-এর আশা
                            উঁকি - ঝুঁকি মারে ততবার ।
সাধ জাগে আরও শিখবার .........
হে শিক্ষক, সাধ জাগে আরও শিখবার !
  

আশিকুল এ বুক বাঁধি আজ
                     সন্দিপনের ক্ষমতার ।
মোদের মনের শুভ্রতা দিতে
                    মরাল হয়েছ কতবার ।
সাধ জাগে আরও শিখবার .........
হে শিক্ষক, সাধ জাগে আরও শিখবার !
  
মডেল খুঁজতে পেলাম
                 এক অতি মৃন্ময় সত্তা
মানব হয়ে সেখালে তুমি
                     অতি মানবের বার্তা ।
শিক্ষিত যন্ত্র নয় দরদি মানুষ
               হতে মন চায় আজ শতবার
সাধ জাগে আরও শিখবার .........
হে শিক্ষক, সাধ জাগে আরও শিখবার !