এই একুশে এসে থেমে যায় আমি
                           চলতে পারিনা আর ।
আজকে আমি পিছনে দেখি
               রফিক সালাম বরকত জাব্বার!
এই দিনে যারা রাঙিয়েছে রক্তে
                         ঢাকার মসৃণ রাজপথ ।
তাদের ভুলে এগিয়ে যাব তেমন -----
                           নেই কোন আজ রথ !




এই একুশের রঙতুলি আর
                      অন্তরের ক্যানভাসে ।
তাদের ভেবে উঠবো মেতে
                       হৃদয়ের উল্লাসে    !
বিশ্বে আজ বন্দিত হল
                       আমার বাংলা ভাসা।
চেতনার রঙে রঞ্জিত হয়ে
                       জাগায় নতুন আশা !



এই একুশে জাগো বাঙ্গালী
                    করো নতুন এক শপথ !
বাঙলাকে অগ্রগামী রাখতে  
                         বানাবো নতুন রথ !
বাঙলা ছিল বাঙলা আছে
                       আগামীতে থাকবেই ।
বিশ্বের সব যোগ্য বাঙালী
                     বাঁচিয়েই রাখবে !