দুর্গা এলে মায়ের টানে মন সদা আনচান ।
দুর্গা এলে রুদ্ধতা ভেঙ্গে মুক্তির দ্বারে টান ।।
দুর্গা এলে মনসম পুরানো পোশাক ভোলা।
দুর্গা এলে স্থবিরতা মুছে একটু খোলামেলা।।
দুর্গা এলে শত্রুতা ভুলে সংযোগের কথা বলা ।
দুর্গা এলে কারও সাথে এড়িয়ে যায় না চলা ।
দুর্গা এলে ঘন আঁধার লাগে না তো কালো ।
দুর্গা এলে পুরানো ভুলে নতুন আলো জ্বালো ।।
দুর্গা এলে আপন পর হয় পরখ করে দেখা ।
দুর্গা এলে মানসপটে নতুন ছবি আঁকা ।।