আকাশে ওড়া সেই পাখিটি কে দেখে
তোমার কল্পনা সেদিন------------
অন্তহীন আকাশে ডানা মেলেছিল ।
তারা দৃশ্যাতিত আকাশে কোথায় যায় ?
তাদের স্বাধীনতা কি অনন্ত ?
তারা কি সত্যিই স্বাধীন ? নাকি স্বাধীন দেখায় !
এই ছোট্ট বিষয়-কেন্দ্রিক শিশু-সুলভ চিন্তায়
----------------তুমি অস্থির হয়ে গিয়েছিলে ।


ভাগ্যিস ! সেদিন তুমি--------
আধুনিক কবি নবীন কে পেয়েছিলে ।
তিনি তোমাকে ক্রমপর্যায়ে পাখির--
জন্ম-মৃত্যু-বিবাহের রোমাঞ্চকর -----
কাহিনী শুনিয়েছিলেন ।
তুমি বুঝেছিলে--------------------
পাখির জীবন মাটি-সংলগ্ন কোন বাসায় বাঁধা ।
এখন আকাশে ওড়া কোন পাখিকে দেখে
তোমাকে আর বাড়াবাড়ি করতে দেখিনা!