বিঃ দ্রঃ  কোরিয়ান ভাষায় "পালি পালি" শব্দের অর্থ 'তাড়াতাড়ি করো'। এরা সব কিছুতেই তাড়াতাড়ি করা খুব পছন্দ করে। এখানে গবেষক হিসেবে থাকার সুবাদে তাদের অবস্থা কাছ থেকে দেখতে পেয়েছি। অল্প সময়ে গবেষণাপত্র (পেপার) বের করার জন্য এদের প্রয়াসের যেন শেষ নেই। আমরা অবস্থা ছিল পুরাই উল্টা।
২০১৩ সালে লেখা এটি আমার প্রথম লেখা ( "কোরিয়া ও কোরিয়ানদের, একই সাথে আমার ভাবনা" এইসবের উপরে)।



কোরিয়ান স্টাইল পালি পালি
          পেপার করো হালি হালি
                   আমি মনে মনে বলি
                         এ যেন এক চোরাবালি


বুকটা মোর খালি খালি
          থিসিস ভরা সাদা কালি
               সব কেটে কুটে ফালি ফালি
                   এখন পানির মাঝেই আগুন জ্বালি


কোথাকার জল কোথায় ঢালি
      যেন  অদক্ষ এক বাগান  মালি
             হোক না কয়লা হোক না ছালি
                      সব কিছুই  আমি বাছি টালি