তুমি থাকো কিভাবে !
তোমার কি ভয় করে না একেবারে
আমি চাই তোমাকে আমার অভ্যাসে
কিন্তু তুমিই চাও না আমার সঙ্গে চলতে
আমি বুঝি সেটা। আর সেটা বুঝে
চুপ করে থাকি সদা নীরবে।
আমি ভাবি আমার এই শান্ত আবহাওয়ায়
তোমার বুকে ঝড় উঠবে
কিন্তু না, ভুল আমার
তোমার বুক তখন নাতিশীতোষ্ণ।
থাকতে না পেরে যদি জিজ্ঞেস করি
আমায় তুমি ভালোবাসো?
হ্যাঁ; বাসি-তো তুমি চেষ্টা করে একটু বোঝো।
হু.. হু চেষ্টা!
সত্যি বলবো, আমি বুঝি অনেক কিছুই
আর যেটা বুঝি সেটা মানতে চাই না
তাই বুকের মাঝে বারে বারে
কালো মেঘ ঘনিয়ে আসে।
আর মনে মনে বলে ফেলি
ভুল আমার
ভুল আমার
ভুল আমার।