ভিজে যায় পাতা ভিজে যায় কত না বলা কথা
দেখতে দেখতে পেরিয়ে যায় বহু সন্ধ্যাবেলা
রাত নামলো একাকী হয়ে, কাঁচের জানালা বেয়ে
এক ফালি চাঁদ নিদ্রা তব মেঘের বিছানাতে।
তুমি আমি দুজনে একা, ঝরবে বহু অশ্রুধারা
তোমার অশ্রুতে ভিজবো আমি, ভিজবে মোর আঁখি
আমার অশ্রু বইবে শত বুঝবে নাকো তুমি।
এখন আমি মধ্য রাতের রানী বড্ড অভিমানী
কাঁচের গায়ের বৃষ্টি ফোঁটায় তোমার ছবি আঁকি
সত্যি তুমি নাইবা এলে কাছে ,নাইবা দিলে হিয়া
আমি কি যাব নিদ্রা তব তোমাকে না ভাবিয়া
তোমার প্রেম যত্নে আছে হৃদয়ে লুকিয়া।