একরাশ আঁধার এলো আঁধারে
সশব্দে আকাশে আমার ঘরের চালে
আধো আধো স্মৃতি; নিঃস্ব রাত
শন শন শব্দে বাঁশ গাছের ডাক।
চিকন হলুদ পাতা বসলো এসে কাছে
শীতল হাওয়ায় স্বপ্ন ভাঙা হয়ে,
তার সাথে আমার গল্প হল শুরু
ঝমঝম গানে বৃষ্টি এলো বেগে
ভিজলো আঁধার, ভিজলো কথা
হুট করে এক দমকা হাওয়া ।
চারিদিকে তখন কুয়াশার খেলা
হাতছানি দিয়ে ডাকলো কাছে
বৃষ্টিজলের হাতে হাত , যেন
লুকোচুরি খেলা গভীর রাত।
ঝমঝম বৃষ্টি এবার ঝিরি ঝিরি
পাগলা হাওয়ার চোখে ঘুম
এলোমেলো গাছ নিস্তব্ধ নিঝুম
সোহাগি বৃষ্টির শেষ ফোঁটা জল
কিছু অভাব হল চঞ্চল ।