আজ এক অন্য একদিন
নিজেকে লাগছে খুব কঠিন।
কি যে করি ভেবে না পাই,
এখানে যাব ওখানে যাব
পথ হারিয়ে যায়।

আমি যে বৃথা!
পথে ঘুরছি কেবল একা
কেউ নেই কেউ নেই
এই হৃদয়ের উঠোনে
এক ফোঁটা বৃষ্টি নেই।

শুধুই খরা শুধুই খরা
জীবনটা শুকনো কাগজে মোড়া ।
যেদিকেই যায় শুধু ধুধু প্রান্তর
দেখে কাঁপে বুক ও অন্তর।

আজ সব হারিয়ে এসেছি
তোমার দুয়ারে;
যদি দাও মোরে ফিরিয়ে
প্রতিবাদ করব না;
না না না।