আজ ১৬ নভেম্বর,
এবার সকালের আলো ফুটবে
সেই সময় সন্ন্যাসী রূপী শীত এল দ্বারে
কুয়াশার চাদর গায়ে ।
এই পাতা ঝরা মরশুমে
সাথে তার ছিল কোমল হাওয়া,
শন শন শব্দে সুন্দর গান গাওয়া
গোটা পৃথিবী হলো ধূসর স্বপ্নে আচ্ছন্ন।
গাছপালা অস্পষ্ট যেন এক স্বপ্নের মায়াপুরী
অপূর্ব তার রূপ, সুন্দর তার গন্ধ ।
টুপটাপ শব্দে কচু পাতায় হিমের খেলা
পুকুরে ধোঁয়ার মত উড়ে চলে বাষ্প কণা
ঘাসের বুকে শিশির ভেজা রাতের পায়ের চিহ্ন,
একটু বেলা বাড়তেই মৃদু রৌদ্র তাপে
আকাশের মাঠে ফড়িং-রা খেলা করে।
বাতাসে বাতাসে ভাসে নলেন গুড়ের গন্ধ
আর পাকা ধান কৃষকের ঘরে তোলার আনন্দ
প্রকৃতি জানান দেয় এসেছে নবান্ন।
অনিন্দ্য সুন্দর এই পরিবেশ দেখে
মনটা কেমন জানি বার বার উতলা হয়ে ওঠে।