ভরা গ্রীষ্মের শান্ত দুপুর পেরিয়ে
সন্ধ্যাবেলার সুগন্ধি হাওয়ায় ;
মন ঘুরে ফিরে শুধু তোমাকে পেতে চায় ।
আহঃ এই মসৃণ হাওয়ায় ছাদে বসে
যদি একবার পেতাম তোমায়!
তোমার গায়ের গন্ধ জড়ানো
সেই পুরোনো দিনের মতো ,
তোমার তুমি আমার হত।
তাহলে, মনের দুঃখ কষ্ট বলে
হয়তো আর কিছুই থাকতো না;
হয়তো সব যেত চলে,  
ওই বাঁকা চাঁদের দিকে তাকিয়ে।
হয়তো সব ব্যথা যেতাম ভুলে,
তোমার ঘাড়ে মাথাটি রেখে
এখন শুধু এক বুক আকাশে বৃষ্টি নামে
গাছ , কালো মেঘ ডাকে বারে বারে।
সন্ধ্যাবেলা তব লুকিয়ে বেড়ায়
মেঘেদের গায়ে গায়ে তারায় তারায়।
যদি একবার পেতাম তোমায়।