যদি কোনদিন হয় দেখা
তুমি দেবে তো আমায় সাড়া!
পিছু ফিরে চাহিবে কি আর;
শতবার নয় শুধু একবার।
যদি বলো না ,আঁখি দিয়ে
আঁখির মায়া নিতে আর চাইনা,
তবে মোর আঁখি সেদিন
ভরবে শত অশ্রু ধারায়।
শূন্য তব  বহু  আশা
ভাঙবে সেই স্বপ্ন মাখা ঘুম,
বাকরূদ্ধ আমার মুখ।
নূতন পথের পথিক হয়ে
ভালোবাসা‌ রেখে গেলে আড়ালে,
তবে গন্তব্য মুখি হলে
এই ভগ্ন আমি টার সব ছিনিয়ে নিয়ে।
বহু কাল পরে  হঠাৎ দেখা
এই জর্জরিত মনে আর না;
তখন না হয় অসুখ হয়ে
মিশে যাও মোর দেহে,
আবার আমি তোমাকে পাব
আনন্দ মাখা অসুখের যন্ত্রনাতে।