আমার কাছে নাইবা এলে তুমি
এই ফাগুনে না হয় একাই থাকি আমি ।
তবে জানো, কত হাঁস পুকুর পাড়ে দাঁড়িয়ে
এক পা তুলে, তোমার অপেক্ষাতে।
তুমি না হয় রোদ্দুর হয়ে এসো
সোনালী হয়ে তাদের গায়ে মেশো
আমি একা জানালায় বসে
সজনে ফুলের গন্ধে মেতে ,
মাখবো তোমায় দেহে; দুচোখ বুজে।
পাঠাবো চিঠি মেঘের ঠিকানাতে
যেদিন এক ফালি রোদ আসবে জানালা বেয়ে,
তুমি সেদিন ছুটিতে থেকো তোমার ঘরে বসে ।
সেদিন পুবের হাওয়া বইবে ধীরে
শিমুল পলাশ হাসবে গাছের ডালে।
আমার ঘরের কোণে দুপুর হবে ভ্রমর গানে
আমি তখন হারিয়ে যাব শ্রান্ত ঘুঘুর ডাকে।