নারী ,তুমি জানো তুমি কি?
তুমি কন্যা, তুমি মা,  তুমি গৃহিণী।
কিন্তু নারী তুমি বড্ড পাজি
তুমি পুরুষ সাজো ভারী,
জিন্স প্যান্ট,টপ এগুলো কি তোমার সাজে?
শাড়িতেই রাঙা হয়ে ওঠো লাজে।
কিন্তু শাড়ি ,তারও এখন হয়েছে অনেক ধরন
রাস্তার ভিখারিদের দেখে করেছে তা নকল।
তারা তো ভিখারি; অভাব বড়ই
তোমার তো আর তা নয়
তারা অভাবে পরে ছেঁড়া জিন্স আর ছেঁড়া শাড়ি
তুমি হাজার শপিংমল ঘুরে ফিরে
লাখ লাখ টাকা উড়িয়ে
ছেঁড়া বস্ত্র আনো কিনে।
আর রিলে মাতো ধীরে ধীরে
তারপর একদিন হঠাৎ!
উদ্ধত নরম বুক দেখিয়ে
জিভ বের করে রাস্তায় বসে থাকা কুকুরদের
পাশে হেঁটে হেঁটে ওঠো লাল কার্পেটে।
নারী তুমি ভীষন বাজে
নারীর চোখেই নারীকে করছো নীচে।