মুক্তি চাই ,মুক্তি দিতে হবে
আচ্ছা;কাউকে ভুলবো বললেই কি ভোলা যায় ?
যাকে ভুলব বলে ভাবি তার সঙ্গে
যেন বেশি জড়িয়ে পরি।
মনের অজান্তেই তাকে মনে করি
কোন খাবার খেতে গেলে ,
মনে মনে বলে ফেলি
এটা তার পছন্দ ছিল
তারপর একটা গম্ভীর হাসি দিয়ে
বাস্তবে ফিরে যায় ।
মুক্তি চাই, জীবন না মুক্তি দিতে হবে
একটু শান্তি একটু সুস্থিরতা ,
চুপ থেকে নিজের মধ্যে ডুব দেওয়া।
একটু নীরব একা;
বুকের বাঁ পাশে সারা জীবনের জন্য
তাকে গেঁথে রাখার ব্যথা !