এই যে এত দেরি!
আমি কালো শাড়ি পরে
তোমার অপেক্ষায় দাঁড়িয়ে,
কখন এসে জাপ্টে জড়িয়ে ধরে
চুলের গন্ধ সুধা নিতে নিতে
আদর মাখাবে আমারে।
তারাদের  ভিড়ে কত স্বপ্ন দেয় উঁকি
নরম হাওয়া বয়ে চলে ইতি উতি।
তুমি আমি পাশাপাশি বসে,
স্বপ্ন ধরার ছলে
আকাশের দিকে হাত বাড়িয়ে।
ফিসফিস শব্দে, ছেড়ে যাবে না তো!
মিঠেল হাওয়া বইলো
টুপ করে পড়লো খসে একটি তারা।
চোখ বন্ধ বুকে মাথা
দুজনের মনে এক‌ই ভয় এক‌ই চাওয়া
মিলিত হ‌ওয়ার আশা
ঘন ঘন নিঃশ্বাস
চুল সরিয়ে কপালে চুম্বন
শিহরিত শরীর মন।
শত বাধা পেরিয়ে যখন
তোমার ঠোঁট আমার ঠোঁট ছোঁবে প্রায়
এক রাশ অন্ধকার নিয়ে গেল তোমায় দূরে
কাটলো আমার  রাত মুহূর্তটুকু নিয়ে।