মা
তুমি ওই নিদ্রা ভরা চোখে,
সকালে উঠো সবার আগে।
তুমি না থাকলে ঘরে,
মনটা কেমন যেন করে।
তুমি সারাক্ষন ঘুরে ফিরে
কত কাজ করো ঘরে।
একটু ভুল হলে কাজে,
কত বকি তোমাকে
সব সহ্য কর মুখ বুজে।
শরীরটা খারাপ হলে জানিনা কি করে,
সব কাজটা নাও সামলে।
সবাই কে খাবার দিয়ে,
তুমি খাও সবার শেষে।
তোমারো ক্লান্তি আসে,
তোমারো ঘুম আসে,
তুমি কিছুই বলো না
হ্যাঁ, তুমি আমার মা।