ধরূন কাল আপনার আয়ু শেষ
আর আজ আপনি সেটা জানতে পারলেন
তাহলে আপনি কি করবেন?
সব ভুলে সবাই কে ক্ষমা করে দেবেন
নাকি মুখ ফিরিয়েই থাকবেন?
পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করবেন
নাকি কাজ থেকে ফিরে
ফোনে মুখ গুজে পড়ে থাকবেন?
নিশ্চয় সবার সঙ্গে
আনন্দ উপভোগ করবেন তাইতো?
জানেন তো!
পৃথিবীর সব মিথ্যা আর মৃত্যু হলো সুন্দর সত্য
জানেন নিশ্চয় কিন্তু ভুলে যান ।
হ্যাঁ আমরা মানুষেরা ভুলে যাই আমাদের
মৃত্যু আছে ।
আমরা যদি এটাকে মনে রেখে এগিয়ে চলি
তাহলে হয়তো সবার সঙ্গে
ভালো ব্যবহার করতে পারব।
হয়তো সামনের মানুষটা কে
আঘাত দেওয়ার আগে দু বার ভাববো।
তাই টাকার গরম না দেখিয়ে,ইগো ছেড়ে
আজই আপনার শেষ দিন ভাবুন
দেখবেন সবই তখন সুন্দর মনে হবে।