মুষলধারে আবার বৃষ্টি নামলো
শরীরের সাথে এবার মন ভিজলো
ভিজলো কন্ঠস্বর,
ভিজলো শাড়ির সুতো।
থমকে গেল মন
ভেজা ভেজা পুরনো
স্মৃতির টান কিছুক্ষণ।
হঠাৎ বিদ্যুতের ঝলকানি
চারদিকে আকাশ উঠল ফেটে
চোখ বন্ধ কানে হাত
অন্ধকার গন্ধের রাত।
গুমড়ে উঠলো হৃদয়,
কে ও? ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে
বহু চেনা চেনা যেন লাগে
হাত বাড়িয়ে আমার ভেবে
ছুঁতে গেলাম তারে।
মুঠো ভরা বৃষ্টির জল
তবে কি এক মুঠো বৃষ্টিই ছিল সে!
এক ফোঁটা আনন্দ দিল মোরে।