এই বুঝি শেষ হলো রাত
শেষ ফোঁটার শেষ নিঃশ্বাস।
টেলিফোন এ কথা বলা কবে গেছে ঘুচে
এবার কি তবে মেসেজ টা ও যাবে চলে,
কিছু রাত গেছে কেটে সুগন্ধি স্বপ্নে
এখন শুধুই বালিশে শ্যাওলা পরে ।
শেষ রাতের শেষ প্রহরে বোবা
বালিশ ভেজা ভেজা স্বরে জাপ্টে ধরে।
জোনাকির ভিড় জমে মস্তিষ্কের মাঝে
হয়তো ছিঁড়ে খাবে সাদা কালো করে,
কাক ডাকে ভোরেতে জাগা হবে
ওই নরম কালো ঠোঁটে তে।
আর তোমার ওই গায়ের মোহ তে
আমি ডুব দেব গোধূলি আলোতে
দেখা দেব সন্ধ্যা তারা হয়ে
আকাশের কোন এক কোণে তে।
যদি আমি পরে যায় খসে
তবে তুমি চেয়ে নাও
নতুন করে আবার আমাকে।