ও হেমন্তের মেঘমালা তুমি কি আমার বন্ধু হবে
যাবে একটি বার তার কাছে ?
যাও না; যাও এই চিঠি খানা তারে দাও
আমি যে আছি বসে শালুক ফুলের মেঘ মুলুকে
বৃষ্টি এখনো পড়েনি তারে ডাকো এখনি ।
উথাল পাথাল মন হেমন্তের হাওয়া বন বন
শরীরের ভাঁজে ভাঁজে গাছেদের পাতা ঝরে
তারে ডাকো তারে ডাকো
আমি যে অপেক্ষারত
কচু পাতার ঘ্রাণে শিশিরের টুপটাপ নৃত্য ।
ও হেমন্তের হাওয়া তুমি এবার থামো,
কেন কর গাছের থেকে পাতাদের আলাদা ?
যাও না এবার তারে দাও ডেকে
কেন থাকো কুয়াশার চাদর গায়ে ।
আমি যে উঠব সবুজ হয়ে
রঙিন স্বপ্ন ফুটবে ডালে ডালে ,
ও হেমন্তের হাওয়া ও হেমন্তের মেঘ মালা
পৌঁছালে না আর মোর চিঠি খানা ।
তবে আজ সঙ্গী করো মোরে তোমাদের সনে
নিয়ে চলো দূর থেকে নিঝুম দূরে ।
যেখানে পরবে না হিম ব‌ইবে না হাওয়া
ঝরবে না কোন হলুদ পাতা।
নিয়ে চলো নিয়ে চলো
ও হেমন্তের মেঘমালা।