আমার কবিতার মূলভাব তুমিই
তোমাকে নিয়েই যত ভাবনা রটে আমার মনে
জানো ; মাঝে মাঝে ভাবি
সব ছেড়ে আঁকা ধরি।
মনের মাঝের সমস্ত ছবি ,
রং তুলি দিয়ে সাদা পাতায় ফুটিয়ে তুলি
লোকে তাতে পাগল ভাবলে ভাববে ;
তারা শুধু আমায় চেনে, আমায় জানে
আমার মধ্যেই লুকিয়ে থাকা
আমি রূপ তুমি কে তো কেও চেনে না।
তবে যাই হোক ;
সাদা পাতায় তোমার ছবি
নাই-বা আঁকলাম আমি ,
তোমার কথা ভেবে যে কবিতা লিখি
এটা কি তোমার ছবি নয় বুঝি ?