এখন ঘুমাতে ভীষণ ভয় জাগে মনে
বার বার চেনা মুখ ভিড় করে স্বপ্নে
শুধু এপাশ ওপাশ , কপালে ভাঁজ
তারপর বির্ বির্ করে মুখে শব্দ
কখনো সেই শব্দ চিৎকারে পরিনত
কখনো আবার নাকের ডগা বেয়ে
কানের পাশে টুপ টাপ ।
যাক ছাড়ি এসব কথা !
একটা দীর্ঘ শান্তির ঘুম দরকার
যে ঘুমে থাকবে না কোন স্বপ্ন,
যে ঘুমে থাকবে না কোন চেনা মুখ
যে ঘুম হবে শুধুই নিশ্চুপ।