দিনশেষে বাড়ি ফিরলাম
ঘন কালো মেঘ
জানালার কাছে বসতেই
চোখটা গেল গাছেদের দিকে,
ভেজা শালিক ডালে চুপটি করে বসে
আকাশের দিকে চেয়ে ,
কি যেন ভাবছে আনমনে।
তবে কি সে মেঘ দেখতে ব্যস্ত !
নাকি তারও বিরহ মন
তবে কি সেও এখন হচ্ছে কাতর !
মনে প্রশ্ন জাগলো তাকে ঘিরে
ঝমঝম শব্দে মুষলধারে বৃষ্টি নামলো;
কালো অন্ধকারে ঢেকে দিল চারিপাশ।
আমি জানালার পাশে বসে
বৃষ্টির শব্দ শুনতে ব্যস্ত ।
সে ও ডালে চুপটি করে বসে
বৃষ্টিতে ভিজতে ব্যস্ত।
বৃষ্টি থামতেই‌ পালক ঝেড়ে
ভেজা ডাকে উড়ে গেল দূরে ।
আর আমাকে বুঝিয়ে দিল বিরহী মনে
বৃষ্টিতে ভেজার আসল মানে।