বেশ তো ছিল সকাল সন্ধ্যা টা,
কুয়াশার চাদরে মোরা।
আর ঘাসের ডগায় শিশিরের দানা ;
শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে
হাত দুটো বাড়িয়ে ; নিয়েছিলাম আপন করে
কিন্তু এবার তোমার যাবার বেলা।
দখিনা বাতাস এখন দুয়ারে দাঁড়ায়ে,
কেমনে ফিরিয়া দিই  তাহারে।
তুমি যাও তোমার রুক্ষতা কে নিয়ে,
প্রকৃতি এবার সাজবে বাসন্তি সাজে।
আজ চারিদিকে শিমুল ও পলাশের গন্ধে
কাননে কাননে পাতার আড়ালে আবডালে
কুহুকুহু ডাকে‌ বসন্ত দূতের দেখা মেলে।