সারাক্ষণ বইএ মুখ গুজে থাকতে,
কার-ই না ভালো লাগে;
যদি পড়াটা হয় গল্পের ছলে,
যদি পড়াটা হয় ইংরেজি সাহিত্যকে নিয়ে,
যেখানে আছে বহু যুগ বহু সাহিত্যিক।
কি কঠিন কঠিন তাদের নাম,
সৃষ্টি গুলোর নামও তাই।
শুনতে চাও? কি আছে এর মধ্যে,
তবে শোনো একটু বলি-
কি যেন নাম 'দি ক্যান্টারবেরি টেলস'
আরে; যার নাম অনুসারে
মুকুন্দকে বলা হয় বাংলার চসার,
এটি তো তারই সৃষ্টি সম্ভার
হ্যাঁ নাম তার জেওফ্রে চসার।
আর ১৫৪ টি সনেট যার,
তিনি আমাদের শেক্সপিয়র।
টু বি অর নট টু বি
এটি তো তারই বিখ্যাত উক্তি।
আর চোখ দুটি অন্ধ হলো যার,
বহু কষ্টে ভরা মিল্টন নাম তার।
প্রকৃতি প্রেমিক যিনি,
তাকে ওয়ার্ডসওয়ার্থ নামেই চিনি।
যাই হোক বাংলার পাশাপাশি
ইংরেজি সাহিত্যও খুব ভালোবাসি।