আর একটু সময় দাও মোরে
আমি চলে যাব বহু থেকে বহু দূরে।
মিশে যাব নীল আকাশের কোলে,
আর যদি আমি, থেকে থাকি
তোমার মনের কোনো এক কোণে ;
তবে গোধূলি বেলায় আসব ফিরে
লালচে রঙের মেঘকে নিয়ে ।
গ্রামের ধূলো ওরা মেঠো পথে বসে
আলাপ জমাবো তোমার সাথে।
কত শত গান গাইবো মোরা,
কিচিরমিচির শব্দে তখন
পাখিদের বাড়ি ফেরা।
তোমার সাথে মিশিয়ে দেব আমায়
বেলা শেষের ওই শেষ খেলায়
শেষ সীমানায় সূর্য তখন অস্তাচলে ,
আর একটু সময় দাও মোরে
আমি যাব চলে বহু থেকে বহু দূরে।
হয়তো আবারো আসব ফিরে
এক ফালি রোদ্দুরে।