রাত জেগে মন আর ব‌ই চায় না
এখন আর আলো লাগেনা ভালো
যতই রাত বাড়ে, প্রকৃতির সঙ্গে
মনের ভিতরটা ঘুটঘুটে
কালো অন্ধকারে জড়িয়ে পড়ে।
প্রকৃতিতে যেমন দিনের শেষে রাত আসে ;
আমারও ঠিক তাই
দিনের আলোকে বঞ্চিত করে,
রাতের অন্ধকার কে নিয়েছি কাছে টেনে
অন্ধকারেই তব সুখ মেলে।
ঝিঁঝিঁ পোকার ডাকে তাল মিলিয়ে
গান গাইতে বড্ড ভালো লাগে।
চাপা কষ্টে যেমন মেঘের বুক গর্জে ওঠে,
আমারও ঠিক তাই;
কিছু স্মৃতি ফিরে ফিরে এসে
আমার দুয়ারে ধাক্কা দিয়ে; যায় দূরে চলে।
হু হু শব্দে তখন শুধুই হাওয়া
আমি আমার রুদ্ধ দ্বারে দাঁড়িয়ে একা।
হে প্রকৃতি ; আমি বড্ড একা!
তুমি কি দেবে আমায় এক মুঠো জ্যোৎস্না?