তবে খুঁজে পেয়েছিলাম তাকে সেদিন দ্বিপ্রহরে
সেদিন ও বৃষ্টি পরেছিল, যদি ভিজে যায় !
তাই দাঁড়িয়ে পরলাম বাস মোড়ের এক দোকানে।
অপেক্ষা করতে করতে নানান প্রশ্ন
এসে ভীড় করলো মনে,
যদি তাকে অনুভব করতে পারি? হাত বাড়িয়ে দিলাম
কালো আকাশের নিচে , বৃষ্টি ভেজা হাত
এক স্বস্তির নিঃশ্বাস । আমার থেকে একটু দূরে
দেখি বারুদের লাল শিখা জ্বলে উঠলো কার ঠোঁটে !
বাইরে বৃষ্টি ; হৃদপিন্ডে রক্তের চিৎকার
জলন্ত সিগারেটের ঘন ঘন টান আর
গোল গোল ধোঁয়ার আকাশে উড়ান ।
যাক কিছুক্ষণের জন্য হলেও ডুব দিয়েছিলাম
তার দাউ দাউ করে জ্বলতে থাকা বুকের আগুনে।
আর আকাশের দিকে তাকিয়ে দেখেছিলাম
এক রাশ চিন্তার ধোঁয়া হয়ে মুক্তি পাওয়া ।