অবশেষে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে ভরা
ধরিত্রীর বুককে ঠান্ডা করতে ;
চারিদিকে অন্ধকার ঘনিয়ে
বিদ্যুতের ঝলকানি কে সঙ্গে নিয়ে ,
গুরু গুরু গর্জনে আজ বৃষ্টি নামলো ।
সমস্ত প্রাণীকুল স্বস্তির নিঃশ্বাস ফেললো ,
বৃষ্টির গন্ধে উদাস হল মন
ঠান্ডা হলো সমস্ত কিছু ;
ঠান্ডা হলো প্রকৃতির মন ।
তাই খামখেয়ালী বাতাসে প্রকৃতি আজ উঠল নেচে ,
আর সবুজে সবুজে গাছেরা উঠলো সেজে।
হয়তো কোন কবি উদাসী মনে
সাদা কাগজ নিয়ে বসে পড়লেন
জানালার পাশে ছন্দ বাঁধতে।
আর পিচ্ছিল কর রাস্তায় , হয়তো
কোন প্রেমিক গেলেন বর্ষাভিসারে।