সেই বসন্তের এক রাতের শেষে
তুমি এসেছিলে আমার কাছে
বলেছিলাম যেয়ো না ছেড়ে
খড়া হবে আমার বুকে ।
বলেছিলাম যেয়ো না ছেড়ে
আম্র মুকুল যাবে ঝরে
আমার চোখের জলে।
তুমি যদি শুনতে মোর সে কথা
আজ বৃষ্টি হত না হেথা
হয়তো মৃদু মন্দ বাতাস যেত থেমে,
এক ফালি রোদ উঠতো হেসে
শিশির ভেজা ভোরের কোণে ।