আজ ইংরেজি বছরের আয়ু শেষ
থামে না শীতল হাওয়ার রেস ।
পাখিরা গেয়ে চলে সুরে সুরে
তারা ঋতু চেনে, বছর নয়
তাই বদলাবে না কিছুই
আজ বছরের আয়ু শেষ প্রকৃতির নয়।
আজ পাতা ঝরে কাল-ও পাতা ঝরবে
শুধু আসবে ঘরে একটি নতুন পঞ্জিকা
যার উপর লেখা থাকবে 2025
অনেকেই অনেক আনন্দে মেতে উঠবে
কিন্তু তারা হয়ত ভেবে দেখবে না
এক বছর চলে গেল ;
আদৌ কি কোন কাজের মতো কাজ হল?
নাকি শুধু ঘুরলাম ,ফিরলাম আর গাইলাম ।
যাই হোক এগিয়ে গেলাম ,
আমরা এক ধাপ এগিয়ে গেলাম
আমাদের বয়স কমে গেল ।
মৃত্যুটা আমাদের থেকে যত দূরে ছিল ;
একটু কাছেই চলে এলো
আমাদের বয়স কমে গেল
আমরা মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে গেলাম।