নাহি কহ নাহি কহ বিদায়,
ছেরে যেতে মন নাহি চায়
তবু যে ছেড়ে যেতেই হয়,
এসেছি মানে যেতেই হবে।
সেই ছোট্টবেলাকে ছেরে
হয়েছি আজ অনেক বড়,
যদি না ছাড়িতাম
তবে কি বড় হতাম?
এসেছি মানে যেতেই হবে
প্রতিটা সময় তোমাকে পেরোতেই হবে।
সেটা হোক না কঠিন, কিংবা সহজ
পার তোমাকে হতেই হবে।
আজ এসে পড়েছি
কিছু মুহূর্তের শেষ বেলায়
যদি কহ এ শেষ নয় এ বিদায়;
তবে মোরে দাও আজ এই বিদায়।