মাথার খুলি ফাটিয়ে দেখার কিছু নেই
মাঝ রাতে স্মৃতিরা ভীড় করে ওখানেই।
থাকতে দাও তাদের, কষ্ট দাও আরো
আমি ও উপভোগ করবো
মাঝ রাতের ব্যামো।