সবুজে ঘেরা প্রকৃতিটা;
শীতের হাওয়াই ধুলোয় ভরা।
ঠান্ডা হাওয়াই ভরা শীতটা,
শীর্ণ গাছের ঝরিয়েছে বহু পাতা।
যাক! শীতটা এবার যাচ্ছে চলে,
নতুন পাতা দিচ্ছে উঁকি ডালে।
বসন্তের ঝিরিঝিরি দখিনা বাতাসে,
বনের ঝরাপাতা উড়েছে আকাশে।
প্রকৃতি এবার সাজবে রঙ্গিনে,
নব পত্রপল্লবে, শিমুলে, পলাশে।
ফাগুনের মৃদু মন্দ বাতাসে,
হৃদয়ে বসন্তের রং লাগে।



অনেক দিন আগে এক ফাগুনের মাসে প্রকৃতির দিকে তাকিয়ে মনের মধ্যে একটা আনন্দের উদ্বেল সৃষ্টি হয়েছিল।
তখন বাড়ির সামনের বাঁশ গাছের হলুদ পাতা ঝিরঝির শব্দে ঝরে পড়ছিল , যেহেতু বাতাস ব‌ইছিল তাই পাতা গুলো বাতাসের হাত ধরে এপ্রান্ত থেকে ওপ্রান্ত উড়ে চলেছিল। আহঃ কী মনোরম সেই দৃশ্য। তাই নিজেকে সামলে রাখতে না পেরে বারান্দায় একটি চেয়ারে বসে প্রকৃতির খেলা দেখতে আমি ব্যস্ত। এবং তখনই লিখে ফেলি এই কবিতাটি।