সারাদিন মা কত কাজ করে ঘরে
সকালে উঠেই কারো জন্য দুধ,
কারো জন্য লাল চা । আবার
কেউ কাজে গেলে তার জন্য টিফিন
কোনদিন লুচি তো কোনদিন পোলাও
সকাল সাতটার মধ্যে তৈরি ।
এবার সকালের চায়ের পাত্র ধুয়ে
মা জিজ্ঞেস করে তরকারি কী করব?
যে যার নিজের স্বাদ মত বলে
বেরিয়ে যায় কাজে
আর দিয়ে যায় কিছু ময়লা কাপড়,
মা সেগুলো সাবান জলে সব পরিষ্কার করে ।
আবার কোনদিন আমি কাচতে গেলে ,
তুই কাচতে পারবি না আমাকে দে
এই বলে সব জামা কাপড় নিজে দেয় ধুয়ে ।
এইসব কাজ শেষে সবজি কেটে , ভাত ও বিভিন্ন
রকমের তরকারি করে চান‌ করতে ১ টা ।
এবার নামাজ পড়ে সকলে একসাথে খেয়ে
আবার কোন না কোন কাজে লিপ্ত  ।
বিকালে একবার বসে, তারপর আবার
সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এক‌ই কাজ।
মা তুমি সারাদিন এত কাজ করো ঘরে
এত ক্লান্তি আসে তাও তুমি বলো
মায়েদের ঘুম নামে না চোখে।