আজ আষাঢ়ে মেঘ ঘনিয়ে
দিচ্ছে হাওয়া পূবের কোণে।
ভেবেছিলাম তোমার সাথে
হারিয়ে যাবো কৃষ্ণচূড়ার বনে।
কিন্তু তা আর হল কোথায়!
তুমি একলা একা প্রেম জমালো
চিলেকোঠার কোনায়।
আমি এই আষাঢ়ের দিনে ;
মনে ফাগ লাগিয়ে , খুঁজছি
তোমায়; ফাঁকা আকাশের নিচে
বুঝিনি এবার বৃষ্টি নামবে
ঝমঝম শব্দে আকাশের কোণে ,
এ মাটির বুকে, আমার মনে।
বুঝিনি আবার সব ফাগ
মুছে যাবে আমার মন থেকে,
বুঝিনি আবার সব পাতা
ঝরে যাবে এ গাছ থেকে।