হয়তো সেদিনই ছিল আমাদের
প্রথম ও শেষ কাছে আসা
সময়টা ঠিক বিকেল তিনটা,সন্ধ্যায় অনুষ্ঠান
আমাদের কয় জনের পরার ঘর সাজানোর তাড়াহুড়া
আর বাকিরা আসবে সন্ধ্যা বেলায়,
আমরা সকলে একসাথে বসে
কাগজের ফুল বানাতে ব্যস্ত।
তার দিকে চোখ যেতেই ;
চোখের ইশারায় কাছে ডাকলো সে,
লজ্জা পেলাম ; মুখ নামিয়ে রইলাম বসে ।
কিছুক্ষণ পরে মৃদু স্বরে –'কাছে এসো'
কতোটা? যতটা কাছে এলে
তোমার নিঃশ্বাসে আমি উত্তপ্ত হব ততটা ।
বসলাম, বুকের ভিতর শুরু হলো
হুহু বাতাসের আনাগোনা ।
হাতের উপর চাপলো হাত
মনে হল সময় এখানেই থেমে থাক।
দুই একটা স্নিগ্ধ স্পর্শে মৃদু চুমু,
হাত ধরে কাঁধে মাথা ।
পৃথিবীর সমস্ত মধুর রূপ যেন এখানেই ,
থমকে গেল আমার মনের সমস্ত ঝড়
মনে হল থেকে যায় এভাবেই।
তাই জিজ্ঞাসা করে বসলাম ;
এই হাত কখনো ছেড়ে দেবে না তো?
না কখনো না।
গুমোট মেঘ মুহূর্তের মধ্যেই
চোখ বেয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ল
তার বুকে।