ছেঁড়া জুতো পায় ধুলোয় উড়ে যায় নিকোটিনের ধোঁয়া
বৃষ্টির ঝাপটায় জলে ভেসে যায় স্বপ্ন আকাশ ছোঁয়া

বেকার সে তাই শত ব্যস্ততায় কাটে সারা দিন
পকেটেতে ফুটো ছেঁড়া নোট দুটো, হয়েছে অনেক ঋণ।

পথঘাট শহুরে হেঁটে বহুদূরে যায় সে ভবঘুরে
পথঘাট শহুরে হেঁটে বহুদূরে যায় সে ভবঘুরে

দিন কি বা রাত নেই আকাশেতে ছাদ নেই নেই তো ঠিকানা
মিছে বাঁধে কিছু আশা, কোথায় ভালবাসা সে পথ অচেনা

পথের কোন বাঁকে উদাস চেয়ে থাকে সময় জানা নেই।
নিঝুম এক রাতে চাঁদ নিয়ে তার কাঁধে হারিয়ে গেল সেই।

পথঘাট শহুরে হেঁটে বহুদূরে যায় সে ভবঘুরে
পথঘাট শহুরে হেঁটে বহুদূরে যায় সে ভবঘুরে

-মিনহাজ উদ্দিন শিবলী
১৬/০৭/২০১৭