কেঁচোর মত বেঁচে থাকো ছোট্ট গর্তে
হেসো নাতো বাঁচো না তাও আসো মরতে

তিলে তিলে খাবে গিলে মিথ্যে আশা
দুপারে কেউ নাইরে  কিসের ভালবাসা

পোড়া ভূট্টা খেয়ে ছুটতা টাকার পিছে
উড়ে টাকা ঘুরে চাকা সবই হল মিছে

মাথার পোকা বলছে ওরে খোকা,
কতবার ধোঁকা খেয়ে হবি তুই বোকা?

সব শালা এবার পালা, শেষ খেলা,
এইতো বাঁচা, খাচ্ছি চা, এক পেয়ালা।

-মিনহাজ উদ্দিন শিবলী
০৩/০৪/২০১৭