একজন নাগরিক কবি।
একজন প্রায়োন্মাদ মানুষ।
একজন সর্বহারা বাঁশিওয়ালা।
একটি ক্ষুধার্ত কুকুর।
একজন নির্দোষ কয়েদি।
একজন উদ্দেশহীন মানুষ।
একজন ক্লান্তশ্রান্ত ফেরিওয়ালা।
একটি ট্রাকের হুংকার।
একজন মধ্যবিত্ত কেরানি।
একজন অসীম ধৈর্যের মানুষ।
একজন টং দোকানের চা ওয়ালা।
একটি বিষাক্ত নগর।
-মিনহাজ উদ্দিন শিবলী
০৯/১২/২০১৬