শূন্যে ভাসে আমার মহাকাশযান,
খুঁজে বেড়ায় ইউটোপিয়ার জগত।
বোতলবন্দি মহাকাশে শূন্য অভিকর্ষে
প্রতিক্রিয়া ছাড়াই ক্রিয়া ঘটাচ্ছি।
হিংস্রতার বিনিময়ে আনবে কি শান্তি?
দুহাতে খুঁজে বেড়ায় মাটির স্পর্শ,
ক্লান্ত চোখ বিরক্তিকর শূন্যের দর্শনে,
বদ্ধ বোতলের তালা খুলবে কি?

অচেনা নক্ষত্রজাত সবুজাভ আলোতে
অজানা রাসায়নিক বৃষ্টিতে সিক্ত
কোন এক ইউটোপিয়ার খোঁজে।

ছুঁড়ে ফেলে দেয়া ইচ্ছেগুলো
গুটিগুটি পায়ে অনুসরণ করছে,
ক্ষণকালকে চেপে ধরছে কৃষ্ণগহ্বর।
কিন্তু সময়, সম্ভবত সেই নির্ধারক,
সম্ভবত অপেক্ষা করায় অনন্তকাল।
সর্বোচ্চ গতিতে ছুটে চলছে যান,
আমি এখনও একটি ম্লান স্বপ্ন নিয়ে-
তাকিয়ে দেখছি মহাকাশের প্রতি ভাঁজে,
কোন এক ইউটোপিয়ার খোঁজে।

-মিনহাজ উদ্দিন শিবলী
১৭/০৯/২০১৬