যন্ত্রশকটের ভীড়,
চক্রগুলো স্থির,
বিষাক্ত দুর্গন্ধে
তপ্ত সড়কে চিড়,
ফেটে চৌচির,
তরল বহে রন্ধ্রে।

নরক রং হলদে
কুপিতে সলতে
জ্বলে ধিকিধিকি,
যন্ত্রশকট চলতে
ভেঁপু বাজে বলতে
মেকি সবই মেকি।

মহান সব বাণী
অর্থহীন জানি,
হচ্ছে অপচয়।
গল্পগুলোর ঘানি
যাচ্ছে তারা টানি
ফুরোবার তো নয়।

এসব দ্বিপ্রহর
বেঁচে থাকে শহর,
আর একটি দিন।
সুদের বাড়ছে দর,
শোধ করে নগর
চক্রবৃদ্ধির ঋণ।

-মিনহাজ উদ্দিন শিবলী
২৭/০৮/২০১৬