ফুটপাথে পড়ে আছে ডানা ভাঙা প্রজাপতি;
তখনও শহরে মেঘে রোদে খেলছে,
হিমলকুচি করুণা নিয়ে দেখছে ব্যস্ততার দ্রুতি,
নীল ডোরায় নীল বাঘ কেবল দুলছে।

মগজ ধোলাইয়ের ধকল সামলে ঘুমের রাজ্যে-
যেতে পায়ের তলে শিরশিরিয়ে ওঠে।
তখনও নীল বাঘ ডানা ঝাপটায় খুশির অতিশয্যে,
এক চিলতে রোদ যদি বা একটু জোটে।

নীল বাঘকে নিয়ে উড়ে যায় সবুজ বাজপাখি।
লু হাওয়াতে পুড়ে যাচ্ছে পালক।
ডানা ভাঙা প্রজাপতির অন্তিমকালে এসে দেখি,
তালি দেয় একদল মৃন্ময় বালক।

খসে পড়ে নীল ডোরা, খসে পড়ে রঙ ও রেণু।
মুছে যায় নাগরিক ছবি বৃষ্টিতে।
নীল বাঘের জন্য প্রজাপতি বাজায় করুণ বেণু,
পরাবাস্তব জীবনের সুর সৃষ্টিতে।

-মিনহাজ উদ্দিন শিবলী
০৫/০৮/২০১৬