বাউণ্ডুলে ভবঘুরে, ঘুরছি আমি শহর জুড়ে
দেখছি কতরকম লোক।
পিচে আঁকা ধূসর পথে নিরুদ্দেশে যেতে যেতে
ক্লান্তি ভরা এ দুচোখ।

ডাস্টবিনের ময়লাগুলো, উড়ে যাওয়া যত ধূলো
জানে আমার পরিচয়।
কোথা আমার নেইতো যাবার, নেই যে তাই পথ হারাবার
আমার কোন ভয়।

সমান্তরাল রেল লাইন আর পুঁজিবাদী নিয়ন সাইন
আমায় বাসে ভালো।
রাত্রি হলে অন্ধকারে গল্প বলি আকাশটারে,
তারা জ্বালবে আলো।

হরেক রঙের ব্যস্ত মানুষ, উড়ায় কত স্বপ্ন ফানুস;
আমার নেই তো তাড়া।
বহুতল সব অট্টালিকায়, নাগরিক স্বপ্ন দেখায়,
বিভোর হচ্ছে মানুষেরা।

আর আমি কিনা বাউণ্ডুলে, হেঁটে চলি পথ ভুলে,
যাবে? যাবে নাকি?
যেতে হবে বেলাশেষে, কোন সুদূরে নিরুদ্দেশে,
অনেক পথ বাকি।

বাউণ্ডুলে ভবঘুরে, ঘুরছি আমি শহর জুড়ে
দেখছি কতরকম লোক।
পিচে আঁকা ধূসর পথে নিরুদ্দেশে যেতে যেতে
ক্লান্তি ভরা এ দুচোখ।

-মিনহাজ উদ্দিন শিবলী
১৫/০৫/২০১৬