আলোর গতিতে ছুটছি;
বাতাসে গগনবিদারী চিৎকার-
চিরে দেয় নীরব রাতের আঁধার।
তবুও আমি অজান্তে থেমেছি।
থামতে দেবে কি?
অসংজ্ঞায়িত ত্রিমাত্রিক বাস্তব।
পালার মঞ্চে অভিনয়ের আকাল।
রহস্যঘেরা অনিত্য আগামীকাল;
অতীত এখন ঝাপসা সব।
মনে থাকবে কি?
হতে দাও কিছু অবিচার-
দোষগুলো নিজেরাই ক্ষমা চায়,
প্রেম রাতজাগা ভোরের অপেক্ষায়।
সে আগুনে জ্বলে ছারখার।
পুড়তে দেবে কি?
সরে যাচ্ছি, হচ্ছি নির্বাসিত।
ধ্রুব সঙ্গী অস্পৃশ্য এক ছায়া,
প্রতিশোধ- এক নেশাময় মায়া।
প্রেমের অস্ত্রে তীব্র আহত।
আঘাত হানবে কি?
সূর্যগ্রহণের আঁধারে ভীত-
তবুও অসংখ্য আলোর কারণ
ছেঁড়া বাঁধনে করছে বারণ
সে আগুনেই হব মৃত।
পুড়তে দেবে কি?
-মিনহাজ উদ্দিন শিবলী
১৮/০৭/২০১৬