হে মৃত্যু, আমাকে জানিয়ে দিও,
কবে তুমি আসবে পত্র দিও।
আমি অপেক্ষায় রইলাম।
না বলে তুমি এসো না কিন্তু।
কথা দিচ্ছি, আমি রইব শান্ত।
শুধু একটু সময় পেতাম।
মৃত্যু তোমার জানা আছে কি?
আমার যে অনেক কাজ বাকি;
সেগুলো নাহয় করে ফেলতাম।
অমেরুদণ্ডী পোকার মত মেরো না।
তোমায় আমি নিজেই দেব ধরনা।
স্বার্থপর হয়ে সময় চাইলাম।
জানি তুমি এখন অনেক ব্যস্ত,
তোমার হাতে অনেক কাজ তো;
তবুও তোমায় পত্র দিলাম।
অবসর পেলে আমায় পত্র দিও,
ছোট্ট করেই নাহয় জবাব দিও।
অব্যক্ত কথাগুলো বলতাম।
-মিনহাজ উদ্দিন শিবলী
০৬/০১/২০১৬