মনের নিয়ন্ত্রণে জিঘাংসু শয়তানে
আমারই কণ্ঠস্বর শোনায় মনে মনে।
বিশ্বাসে মিশায় আমার অবচেতনা।
দূরে ছুঁড়ে ফেলব ভাবছি সকল ঘৃণা;
কিন্তু- কিন্তু সে তো আমারই সংজ্ঞা,
ছিঁড়েখুঁড়ে খেয়ে রেখে দেয় অবজ্ঞা।
সবই সঠিক ভাবি বিশ্বাস পরিবেষ্টনে,
ভাবি সব মহান প্রতিবাদ-মিছিল-রণে।
পরিণতি- আমিই হই আমার বিরোধী,
আমার গড়া খাঁচায় আবদ্ধ আমি বন্দি।
দুর্গ গড়ে ছলনা- নিরাপত্তায় করি বাস,
ভয়- সেই বুর্জোয়া আর আমি বনি দাস।
মিছে প্রতিরোধ সব, জানায় আমন্ত্রণ।
এসো এসো, মন্ত্রমুগ্ধ কর, কর নিয়ন্ত্রণ।
-মিনহাজ উদ্দিন শিবলী
২৮/০৯/২০১৫